ডব্লিউটিএ’র প্রত্যাবর্তনেই করোনার হানা

টেনিস, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-21 08:27:47

করোনাভাইরাস মহামারীর কারণে বন্ধ ছিল সব ধরনের টেনিস। লকডাউন কাটিয়ে অবশেষে ১ আগস্ট ইতালির পালের্মো ওপেন দিয়ে দীর্ঘ দিন পর কোর্টে ফিরেছে ডব্লিউটিএ ট্যুর ইভেন্ট। কিন্তু প্রত্যাবর্তনের দিনেই হোঁচট খেয়েছে মেয়েদের টেনিস টুর্নামেন্টটি।

বাছাই পর্ব দিয়ে ইভেন্ট শুরু হওয়ার আগ মুহূর্তে আসে খারাপ খবর। একজন খেলোয়াড়ের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। তবে অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত খেলোয়াড়ের নাম জানা যায়নি।

করোনা আক্রান্ত খেলোয়াড়ের কোনো উপসর্গ না থাকলেও তিনি টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। তার সংস্পর্শে আসা অন্যদেরও করোনা পরীক্ষা করা হবে।

ডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা রোগী পাওয়া গেলেও মার্চের পর প্রথম পেশাদার টেনিসের প্রত্যাবর্তনের এই টুর্নামেন্ট ঠিক সামনে এগিয়ে যাবে।

বিশ্বের শীর্ষ সারির অনেক খেলোয়াড় অংশ নিলেও টুর্নামেন্টে নেই র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা তারকা সিমোনা হ্যালেপ ও ব্রিটিশ নাম্বার ওয়ান জোহান্না কোন্টা।

আর সিনসিনাটি মাস্টার্স টুর্নামেন্ট দিয়ে চলতি মাসেই কোর্টে গড়াচ্ছে পুরুষদের এটিপি ট্যুর টেনিস। একই সঙ্গে এটি ডব্লিউটিএ টুর্নামেন্টও।

এ সম্পর্কিত আরও খবর