আমিরাতে আনুশকা সঙ্গী হবেন বিরাটের!

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-09-01 09:36:35

ভারত সরকারের সবুজ সঙ্কেত মিলেছে। ১৯ সেপ্টেম্বরেই শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। চার হাজার কোটি টাকা লোকসান থেকে রক্ষা পেতে শেষ পর্যন্ত এই ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ মাঠে গড়াচ্ছেই। করোনার কারণে মাঠের লড়াই ভারতে নয়, এবার সংযুক্ত আরব আমিরাতে।

প্রথা ভেঙে এবার ফাইনাল রোববার নয়। ১০ নভেম্বর, মঙ্গলবার শিরোপা লড়াই। এই আয়োজনে করোনা শঙ্কা থাকলেও স্ত্রী-পরিবার নিয়ে যেতে পারবেন বিরাট কোহলিরা।

আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানালেন- ক্রিকেটারেরা পরিবার নিয়ে যেতে পারবেন। কারণ আমিরাতের সরকার- পর্যটকদের জন্য ফের দরজা খুলে দিয়েছে। এক্ষেত্রে স্ত্রী, পরিবার ট্যুরিস্ট ভিসায় যেতে পারবেন।

বিরাট কোহালির স্ত্রী আনুশকা শর্মা কিংবা মহেন্দ্র ধোনির স্ত্রী সাক্ষী ট্যুরিস্ট ভিসাতেই আইপিএল দেখতে যেতে পারবেন। ৫৩ দিনের দীর্ঘ প্রতিযেগিতা বলেই স্ত্রী-পরিবারকে সঙ্গে রাখার অনুমতি দিচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

তবে এখানে কোন কোন ক্রিকেটার স্ত্রী, পরিবার নিয়ে যেতে পারবে তা ঠিক করবেন ফ্রাঞ্চাইজিরা। করোনার কারণে হোটেল থেকে বেরিয়ে অন্য কোথাও লাঞ্চ বা ডিনারে যাওয়া যাবে না ক্রিকেটাররা। হোটেলেই থাকতে হবে তাদের। যদি ক্রিকেটারদের পরিবার টিম হোটেলে থাকে সেক্ষেত্রে এ নিয়মকানুন মানতে হবে। প্রত্যেক দলে ২৪ জনের বেশি ক্রিকেটার রাখার অনুমতি দেওয়া হচ্ছে না।

এখানে ‘কোভিড পরিবর্ত’ নিয়ম দেখা মিলবে আইপিএলে। মানে কোন ক্রিকেটার করোনা আক্রান্ত হলে তার বিকল্প নেওয়া যাবে।

মাঠে দর্শকও রাখতে পারেন আয়োজকরা। কারণ আমিরাতের করোনা পরিস্থিতি বেশ নিয়ন্ত্রণেই আছে। যদিও এনিয়ে এখনো সিদ্ধান্ত আসতে পারে নি তারা। তবে এটা ঠিক হয়েছে টুর্নামেন্ট শুরুর আগে ১৪ দিনের আইসোলেশনে থাকবেন ক্রিকেটাররা। এ কারণেই আগস্টের তৃতীয় সপ্তাহে চার্টার্ড বিমানে দুবাই যেতে পারে যাবে প্রতিটি দল।

এ সম্পর্কিত আরও খবর