ইংলিশদের ব্যাটিং কোচ জোনাথন ট্রট

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 20:52:22

ইংল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জোনাথন ট্রট। সাবেক এ ইংলিশ ব্যাটসম্যান কাজ করবেন কেবল পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে।

ইংল্যান্ডের হয়ে ৫২ টেস্ট খেলা ট্রট সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন ২০১৮ সালে। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন। তার আগে ৪৪.০৮ গড়ে ট্রট সংগ্রহ করেন ৩ হাজার ৮৩৫ রান। ৬৮ ওয়ানডেতে তার গড় ৫১.২৫।

৩৯ বছরের ট্রটের অভিষেক হয়েছিল ২০০৯ সালে। হোম অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি দিয়ে। বিশ্বের নাম্বার ওয়ান টেস্ট দল হওয়া ইংল্যান্ড দলের সদস্যও ছিলেন তিনি। ২০১১ সালে সাবেক এ ওয়ারউইকশায়ার ব্যাটার পান আইসিসি’র বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার।

ট্রটের পর সাবেক কিউই স্পিনার জীতেন প্যাটেল ও ওয়ারউইকশায়ার বোলিং কোচ গ্রায়েম ওয়েলচও কোচিং টিমে যোগ দিবেন। তিনজনই ছিলেন ইংল্যান্ড ক্রিকেট ডিরেক্টর অ্যাশলে জাইলসের এজবাস্টনের সহকর্মী।

বুধবার, ৫ আগস্ট ম্যানচেস্টারের এমিরেটস ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড।

এ সম্পর্কিত আরও খবর