ফোন চুরি করে সেলফি তুলল বানর

আইসিটি সংবাদ, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 03:46:53

স্মার্টফোন ইউজারদের মধ্যে সেলফি তোলা এখন একটা অভ্যাসে পরিণত হয়েছে। ক্লাসে, বাসে, পড়ার টেবিল, খাবার টেবিল কিংবা অফিসের ডেস্কে আর বন্ধুদের সঙ্গে ত কথাই নেই। নানান ভঙ্গিতে সেলফি তোলা। তবে সেলফি শুধু মানুষরাই তুলবে? পশু পাখিদের মন চায় না বুঝি? তাই তো ফোন চুরি করে ফোনে নিজের সেলফি এবং ভিডিও ধারণ করেছে এক বানর।

মালয়েশিয়ার নাগরিক রোডজি জানান, ঘুম থেকে উঠে বিছানার পাশে তিনি তার ফোনটি খুঁজে পেলেন না। তার একদিন পর বাড়ির পেছনের জঙ্গল থেকে কাঁদা মাখা অবস্থায় তিনি ফোনটি খুঁজে পান। আর সেই ফোনেই ধরা পড়ে বানরের বেশকিছু সেলফি ও ভিডিও।
ভিডিওতে দেখা যায়, বানরটি ফোনটি খাওয়ার চেষ্টা করছে। যা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।



রোডজি বিবিসিকে জানান, তিনি ভেবেছেন তার ফোনটি কেউ চুরি করে নিয়ে গেছে। তবে কিভাবে চুরি হতে পারে এই বিষয়টি তার কাছে পরিষ্কার ছিল না। কারণ বাড়িতে চুরি হয়েছে এরকম কোনো কিছু প্রত্যক্ষ করা যায়নি।

পরদিন যখন তার বাবা সেই ফোনে করল তখন বাড়ির পেছনের জঙ্গল থেকে ফোনের আওয়াজ শুনে সে খুঁজে পায়। এক পর্যায়ে তার চাচা তার সঙ্গে মশকরা করে বলেন, ফোনটি খুলে দেখ হয়ত চোরের ছবি ফোনেই আছে। আর ফোন পরিষ্কার শেষে গ্যালারিতে গিয়ে অবাক করা কাণ্ড। গ্যালারিতে শুধু বানরের ছবি আর ভিডিও।

সূত্র: বিবিসি

এ সম্পর্কিত আরও খবর