ট্রিলিয়ন ডলারের আমাজন আসছে বাংলাদেশে

স্টার্টআপ, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 22:29:24

কিছুদিন আগেই ট্রিলিয়ন ডলার ক্লাবে প্রবেশ করা বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স কোম্পানি আমাজন প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশের ই কমার্স ইন্ডাস্ট্রিতে। শতভাগ সরাসরি বিনিয়োগ নিয়ে  ২০২০ সালের শুরুতেই বাংলাদেশে কার্যক্রম পরিচালনা শুরু করবে আশা কোম্পানিটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের।

চলতি বছরেই বাংলাদেশে সফরকালে আমাজন কর্তৃপক্ষ অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই), ব্যাংকিং খাত, বিনিয়োগ সংশ্লিষ্ট সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে বৈঠক-আলোচনা করে গেছেন। বৈঠকে তারা বাংলাদেশে তাদের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করার পাশাপাশি সরকারের একশপ ই-কমার্স মার্কেটপ্লেসের অবকাঠামোগত সুবিধা চেয়েছে আমাজন। যদিও এখন পর্যন্ত একশপ অ্যামাজনের সঙ্গে যুক্ত নয়।

তবে আলীবাবার মত দেশীয় কোন ব্রান্ডের সঙ্গে অংশীদারীত্ব নয় বরং অ্যামাজন এফডিআই করে বোর্ড অব ইনভেস্টমেন্টের অনুমোদনে ‘আমাজন বাংলাদেশ’হিসেবে কার্যক্রম শুরু করবে। যদিও  নীতিমালা অনুযায়ী আন্তর্জাতিক ব্র্যান্ডের নামে এবং বিদেশি ব্যবস্থপনায় বিনিয়োগের ক্ষেত্রে ৪৯ শতাংশ সীমানার কথা উল্লেখ রয়েছে।

গতকাল শনিবার দেশিয় ই-কমার্স খাতের ভবিষ্যত রোডম্যাপ নিয়ে এক গোলটেবিল বৈঠকে আলোচকের বক্তব্যে আমাজনের বাংলাদেশে কার্যক্রম শুরুর বিষয়টি তুলে ধরেন এটুআইয়ের ইএম সলিউশনস আর্কিটেক্ট অ্যান্ড ই-কমার্স টিম লিড রেজওয়ানুল হক জামি।

তবে ইকমার্সের মত নতুন খাতে বিদেশি বিনিয়োগ দেশীয় ইকমার্স গুলোর উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে তা সম্পর্কে এখনি মন্তব্য করতে চাননি খাত বিশ্লেষকরা। তবে বিদেশি বিনিয়োগ নীতি অনুয়ায়ী এই দেশে কার্যক্রম শুরু করতে আমাজনের কোনো বাধা নেই বলে জানান তারা।

এ সম্পর্কিত আরও খবর