বর্তমান মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর বদলের সুযোগ বা এমএনপি সেবা চালুর আগেই বাড়ছে খরচ। শুরুতে এই সেবা নেওয়ার জন্য প্রতি গ্রাহকের জন্য ৩০ টাকা চার্জ ধরা হলেও পরে তা ২০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৫০ টাকা ।
বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মাধ্যমে সরকারের কাছ থেকে নতুন নির্ধারিত এই মূল্য এখনো অনুমোদন নেওয়ার অানুষ্ঠানিকতা এখনো বাকি রয়েছে।
গত ১০ বছর ধরে এই সেবা চালুর কথা বলা হলেও অপারেটরদের নানা অজুহাতে তা বারবারই পিছিয়ে গিয়েছে। সর্বশেষ গত বছর নভেম্বরে বিটিআরসি ইনফোজিলিয়ন বিডি-টেলিটেক নামে একটি কোম্পানিকে এ সেবা চালুর লাইসেন্স দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে তা আবার পিছিয়ে যায়।
সেবাটি চালু হলে গ্রাহকরা নির্ধারিত ফি দিয়ে নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের আবেদন করতে পারবেন। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে তার অপারেটর বদলে যাবে। তবে পুনরায় অপারেটর পরিবর্তন করতে হলে তাকে ৯০ দিন অপেক্ষা করতে হবে।
এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরে একবার নিলাম আহবান করেও শেষ পর্যন্ত নিরাপত্তার কথা বলে তা বাতিল করা হয়। এরও আগে ২০০৮ সালে প্রথম উদ্যোগ নেওয়া হয় নিলামের।