১৯ অক্টোবর ২০১৮ তে মুক্তি পেতে যাচ্ছে শাওমি এইট এর ইয়ুথ এডিশন। এ ব্যাপারে শাওমির উইবো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্টও দেয়া হয়।
বাংলাদেশে জনপ্রিয় এই ব্র্যান্ডটির ইয়ুথ ৮ এডিশনে ক্যামেরা ওপর নিচ করে না বসিয়ে দেয়া হয়েছে পাশাপাশি। অবশ্য পেছনে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাটআউট বা লোকেশন না থাকায় ধারণা করা হচ্ছে এতে থাকতে পারে ইনবিল্ট ডিসপ্লে ফিংগার প্রিন্ট। তবে শুধু ফেইস আইডির ওপরই নির্ভর করা বায়োমেট্রিক সিকিউরিটিও এতে দেয়া হতে পারে।
৬.২৬ ইঞ্চি ডিসপ্লে সম্বলিত এই ডিভাইসটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১০ প্রসেসর। সঙ্গে ৪ বা ৬ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ দেয়া হবে।
ধারণা করা হচ্ছে, ফোনটির দাম হবে ১৯৯৯ ইউয়ান বা প্রায় ২৫ হাজার টাকা।