অ্যাপলকে ধন্যবাদ জানালো হুয়াওয়ে

মোবাইল ফোন, টেক

তাসকিন আল আনাস, বার্তা২৪.কম  | 2023-06-01 18:35:04

 

১২ সেপ্টেম্বর মহাসমারোহে মুক্তি দেয়া হয়েছিলো আইফোনের তিনটি নতুন ডিভাইস। আইফোন টেনএস, টেনস ম্যাক্স এবং আইফোন টেনআর। কিন্তু অ্যাপল এর নতুন পণ্যে গুলোতে ডিসপ্লে এবং প্রসেসর এর নিউরাল ইঞ্জিন ছাড়া ছিলোনা তেমন নতুনত্ব। 

তাই এটি কি অন্য প্রযুক্তি পণ্য নির্মাতাদের জন্য সুখকর নয়? আর মজা নেয়ার  এই সুযোগটি একদমই হাতছাড়া করেনি  চিনের অন্যতম প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে।

একটি টুইটার পোস্টের মাধ্যেম তারা অ্যাপলকে আন্তরিক ধন্যবাদ জানায়। পোস্টে তারা বলেন ‘ধন্যবাদ অ্যাপল তোমাদের সেই একই পণ্য ধরে রাখার জন্য, দেখা হচ্ছে লন্ডনে খুব শীঘ্রই’।

মুক্তি পাওয়া আইফোনের ডিভাইসগুলো পর্যালোচনা করে দেখা যায়, ক্যামেরাতেও নতুনত্বের কোন ছাপ ফেলতে পারেনি অ্যাপল,আগের মত রয়ে গিয়েছে ব্যাটারির পারফরম্যান্সের বিষয়টিও ।

এদিকে গিজচায়না থেকে জানা যায়, আগামী ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে হুয়াওয়ের সর্বাধুনিক ডিজাইন করা ফোন হুয়াওয়ে মেট ২০ সিরিজ। যাতে থাকছে ৭ ন্যানোমিটার কিরিন ৯৮০ প্রসেসর যা অ্যাপলএর সর্বাধুনিক প্রসেসর বায়োনিক ১২ এর সমান আকারের।

যদিও প্রযুক্তিবিদদের ধারণা হুয়াওয়ের এই আধুনিক ফোনটির দাম হতে পারে আইফোনের সবচেয়ে সস্তা ফোন আইফোন টেন আর এর সমান।

এ সম্পর্কিত আরও খবর