সম্প্রতি উন্মোচন হওয়া তিনটি ফোনগুলো একাই একশ বলে মন্তব্য করেছেন অ্যাপল সিইও টিম কুক। সম্প্রতি ‘গুড মর্নিং আমেরিকা’নামে এক শোতে এই কথা বলেন কুক।
ফোনগুলোর আকাশ ছোঁয়া দামের স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে টিম কুক বলেন মানুষ সব সময় লেটেস্ট টেকনোলজি ব্যবহার করতে চান।। আর সস্তায় লেটেস্ট টেকনোলজি ব্যবহার করা যায় না।” নতুন এই গ্যাজেটগুলো একাই অনেক কাজ করতে পারে তাই এই নতুন আইফোনগুলোর আকাশছোঁয়া দাম সম্পূর্ণ যুক্তিযুক্ত।
তিনি আরো বলেন, এই ফোন আপনার ডিজিটাল ক্যামেরার প্রয়োজনীয়তা দূর করেছে। এছাড়াও সঙ্গে ক্যামকর্ডার রাখার প্রয়োজন নেই। আপনার মিউজিক প্লেয়ারসহ একাধিক গ্যাজেটকে দূরে সরিয়েছে এই ফোন।”
উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পাওয়া আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স আর আইফোন এক্স আর। এর মধ্যে সবথেকে দামী আইফোন এক্সএস ম্যাক্স এর দাম ১৪৪৯ মার্কিন ডলার।