দারাজের মোবাইল অ্যাপে যুক্ত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

মোবাইল ফোন, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 11:51:31

দারাজের মোবাইল অ্যাপে যুক্ত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সমৃদ্ধ স্মার্ট সার্চ ও রিকমেন্ডেশন সুবিধা।

সম্প্রতি ই-কমার্স জায়ান্ট আলিবাবা ইকোসিস্টেমে অন্তর্ভুক্তির পর এই প্রযুক্তি হাতে পায় দারাজ। তারই ধারাবাহিকতায় দারাজ তাদের অ্যাপটিতে প্রযুক্তিগত কিছু পরিবর্তন আনে । দারাজ জানিয়েছে, নতুন অ্যাপের ইন্টারফেসও প্রতিটি গ্রাহকের জন্য আলাদা হবে।

দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, আলিবাবার কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তির মাধ্যমে দারাজ এখন গ্রাহকদেরকে আগের চেয়ে আরও উন্নত সেবা দিতে সক্ষম।

এখন থেকে পছন্দসই পণ্য কিনতে প্রয়োজনীয় পরামর্শ দেবে প্রোডাক্ট রিকমেন্ডেশন ফিচার আর ব্যবহারকারীর প্রয়োজন বুঝে সব পণ্য একসঙ্গে দেখাবে কালেকশন ফিচার। এছাড়াও কখন কোন ফ্ল্যাশ সেল থাকছে বা আপনার সার্চ লিস্ট অনুসরন করে আপনাকে সবচেয়ে বেস্ট ডিল দেখাবে এই ইন্টিলিজেন্ট অ্যাপসটি।

এ সম্পর্কিত আরও খবর