বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বিষয়ক মাসিক ম্যাগাজিন ‘কমপিউটার জগৎ’পরিবারের উপ-সম্পাদক মঈন উদ্দিন মাহমুদ (৫৮) আর নেই। দেশের তথ্যপ্রযুক্তি অঙ্গনে তিনি ‘স্বপন’নামেই সবার কাছে সুপরিচিত ছিলেন।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল সাড়ে সাতটায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দু কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
তার মৃত্যুতে ই-ক্যাব সাধারণ সম্পাদক ও সম্পর্কে মরহুমের ভাগ্নে আব্দুল ওয়াহেদ তমাল জানালেন, তিনি করোনা আক্রান্ত ছিলেন। অসুস্থতা নিয়ে বেশ কিছুদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন। আজ দুপুরে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে যথাযথভাবে দাফন করা হবে।
মৃদুভাষী ও সদাহাস্য মঈন উদ্দিন মাহমুদ স্বপনের মৃত্যুতে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সদস্যরা গভীরভাবে শোকাহত। একই সঙ্গে তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি, সহসভাপতি ও সাধারণা সম্পাদক গভীর শোক প্রকাশ করে তার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেছেন।