স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনে মূল্যছাড়

, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 05:12:15

স্মার্টফোন ভক্তদের আধুনিক অভিজ্ঞতা নিশ্চিতে গ্যালাক্সি ‘এম০২’ মডেলে ১০০ দিনের রিপ্লেসমেন্ট ওয়্যারেন্টি দিচ্ছে স্যামসাং। সার্টিফাইড ত্রুটিযুক্ত ডিভাইস রিপ্লেসমেন্টে প্রযোজ্য হবে। যা ওয়্যারেন্টি কার্ডে উল্লেখিত শর্তসাপেক্ষে দেওয়া হবে।

মডেলের বৈশিষ্ট্য:

ডুয়্যাল ক্যামেরা,দ্রুত পারফরমেন্স, দৃষ্টিনন্দন ডিজাইন এবং ভিজ্যুয়াল অভিজ্ঞতায় বাজেটবান্ধব স্মার্টফোন। থাকছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সরের সাথে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

৬.৫ ইঞ্চি এইচডি+ইনফিনিটি-ভি ডিসপ্লে। সমর্থন করে ডলবি অ্যাটমস। ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ১.৫ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর। আছে ‘ডিসকর্ড’ ফিচার। যা গেমারদের সুবিধামতো ভয়েস চ্যাটের মাধ্যমে অন্যান্য খেলোয়াড়দের সাথে কথা বলার সুযোগ করে দেবে।

মডেলটি কিনতে স্যামসাং ছয়শ টাকা অবধি ছাড় দিচ্ছে। মডেলের (২জিবি/৩২ জিবি) সংস্করণের দাম ৮ হাজার ৯৯৯ টাকা। ৩জিবি/৩২ জিবি সংস্করণের দাম ১০ হাজার ৪৯৯ টাকা। অফার চলবে আগামী ৩১ মে অবধি। আগ্রহীরা (www.galaxyshopbd.com) স্যামসাং অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফোনটি অর্ডার করতে পারবেন।

স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান মডেলটি সম্পর্কে জানালেন, স্যামসাং সবসময় ক্রেতাদের সর্বোচ্চ মানের গ্রাহকসেবা নিশ্চিত করতে চায়। এবারে থাকছে একশ দিনের রিপ্লেসমেন্ট ওয়্যারেন্টি অফার। করোনার কারণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ছে। স্যামসাং পণ্যগুলো দেশি ক্রেতাদের সহজেই নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে সহায়ক হবে।

এ সম্পর্কিত আরও খবর