প্রমোশনাল এসএমএস বন্ধ করতে ‘ডু নট ডিস্টার্ব’ সেবা

, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 16:34:08

মোবাইল ফোনে অপারেটরদের প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে ‘ডু নট ডিস্টার্ব বা ডিএনডি সেবা’র কথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

অর্থাৎ প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে গ্রাহকরা গ্রামীণফোনের *১২১*১১০১#, বাংলালিংক *১২১*৮*৬# এবং রবি ও এয়ারটেল *৭# ডায়াল করে সেবাটি চালু করতে পারে। এতে তার  মোবাইলে আর প্রেমোশনাল এসএমএস আসবে না।

শনিবার  (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সম্পর্কে বিস্তারিত জানিয়ে গণমাধ্যমে তা প্রচারের কার্যক্রম শুরু করেছে সরকারের এ নিয়ন্ত্রক সংস্থাটি।

বিটিআরসি জানায়, বেশ কয়েক বছর আগেই গ্রাহকের জন্য এসব এসএমএস বন্ধের অপশন রাখতে অপারেটরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু গ্রাহকরা এ বিষয়ে সেবা বন্ধের বিষয়টি জানতেন না।

‘ডু নট ডিস্টার্ব বা ডিএনডি’ সেবাটি যেন গ্রাহকরা নেন সেজন্য সচেতনতা তৈরি করতে প্রচারণা শুরু করেছে বিটিআরসি।

এ সম্পর্কিত আরও খবর