জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে যুক্ত হতে যাচ্ছে "আনসেন্ড" বাটন।
এর ফলে একজন ব্যবহারকারী শুধু ইনবক্স থেকে তার চ্যাটগুলো নয় সম্পূর্ণ চ্যাটই সরিয়ে নিতে পারবেন।
শুক্রবার এ বিষয়ে ফেসবুকের একজন মুখপাত্র বলেন, আমাদের পূর্ব পরিকল্পনা ছিলো এমন কিছু নিয়ে আসার যা ফেসবুক ব্যবহারকারীদের নিরাপত্তাকে আরো জোরদার করবে। এর ফলে একজন ব্যবহারকারী স্বাচ্ছন্দ্যে মেসেজ আদান প্রদান করতে পারবেন।
ফেসবুকের মালিকানাধীন ফটো-মেসেজিং অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রামে যদিও ইতোমধ্যে "আনসেন্ড" বাটনটি রয়েছে। যা ব্যবহারকারীদের ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটের সকল ব্যবহারকারীদের উদ্দেশ্যের পাঠানো মেসেজ মুছতে দেয়।
মোবাইল গবেষক এবং টিপস্টার জেন ম্যানচুন ওয়াং মেসেঞ্জারের অ্যান্ড্রয়েড কোড থেকে "আনসেন্ড" বোতামের একটি প্রোটোটাইপ স্ক্রিনশট তৈরি করতে সক্ষম হন।
কোডটি নির্দেশ করে যে বর্তমান প্রোটোটাইপে একটি 'সময় সীমা' রয়েছে -যা ব্যবহারকারীদের একটি বার্তা পাঠানোর পরে নির্দিষ্ট পরিমাণ সময় দেয় তা মুছে ফেলার জন্য। "