ফোন ছাড়াই বার্তা পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে!

, টেক

মহিউদ্দিন আহমেদ | 2023-08-30 04:07:11

ফোন ছাড়াই বার্তা পাঠানোর নতুন একটি ফিচার প্রথম বারের মত পরীক্ষা নিরীক্ষা করে দেখছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে কম্পিউটারে বা ওয়েবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চাইলে ফোন থেকে সেটাকে প্রথমে লিংক করে নিতে হয়। কিন্তু নতুন ফিচারে যদি কোন ব্যবহারকারীর ফোনে চার্জ না থাকে বা ব্যাটারী ডাউন থাকে কিংবা ফোনটাই যদি হাতের কাছে না থাকে তবুও ব্যবহারীকারী হোয়াটসঅ্যাপে মেসেজ আদান প্রদান করতে পারবেন।

নতুন ফিচারে ব্যবহারকারীরা কম্পিউটার, টেবলেট ছাড়াও সর্বোচ্চ চারটি ডিভাইসে একই সাথে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। যদিও নতুন এই ফিচারটি এখন পরীক্ষামুলকভাবে বেটা ভার্সনে অল্প কিছু ব্যবহারকারীকে ব্যবহার করতে দেয়া হয়েছে। সর্ব সাধারনের জন্য উন্মুক্ত করার আগে ডেভেলাপাররা বেটা ভার্সনের আরও উন্নতি সাধন করবেন।

যদিও এ ধরনের ফিচার সিগন্যাল সহ অন্যান্য মেসেজিং অ্যাপে অনেক আগেই যুক্ত করা হয়েছে কিন্তু হোয়াটসঅ্যাপে এ সুবিধাটি ছিলনা। তবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অনেক দিন থেকেই হোয়াটসঅ্যাপে এমন ফিচার যুক্ত করার দাবি জানিয়ে আসছিলো।

এ সম্পর্কিত আরও খবর