‘ঢাকা’র গান আনল এয়ারটেল

মোবাইল ফোন, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 22:36:05

রাজধানীর সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে বহুল প্রতীক্ষিত ঢাকা’র গান আনলো মোবাইল অপারেটর এয়ারটেল। গানটিতে ঢাকার আঞ্চলিক ভাষা ও সংস্কৃতির ব্যবহার করা হয়েছে।

গানটি কম্পোজ করেছেন সঙ্গীত শিল্পী আরাফাত মোহসিন নিধী। গেয়েছেন- র‌্যাপ সঙ্গীত শিল্পী শাফায়াত, ব্লাক জ্যাং প্রমুখ।    

গানটিতে ঢাকা শহরের ঐতিহ্যবাহি ও দর্শনীয় স্থান, উৎসব ও খাদ্য সংস্কৃতি নিয়ে চিত্রায়ন করা হয়েছে। ইতিমধ্যে ব্র্যান্ডটি দেশের প্রতিটি অঞ্চলের জন্য আঞ্চলিক ভাষার গান রিলিজ করেছে। যেখানে স্থানীয় দর্শনীয় স্থান ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে যা ওইসব এলাকার মানুষের যাপিত জীবনের সাথে জড়িয়ে আছে।

পাঠকরা ‘ঢাকা’ গানটি এয়ারটেল বাজ ফেসবুক পেজ লিঙ্কটি (https://goo.gl/HfG9Va) ফলো করে এবং ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন।

 

এ সম্পর্কিত আরও খবর