নতুন টাফ সিরিজ নিয়ে সনির এসডি কার্ড

মোবাইল ফোন, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 00:17:44

এসডি কার্ডের জায়গা দখল করতে সব প্রতিষ্ঠানেই লেগে আছে।  প্রতিযোগিতার সেই পালে হাওয়া লাগাতে এবার সবচেয়ে শক্তপোক্ত ‘টাফ’ নামে এসএফজি সিরিজের  নতুন মেমোরি কার্ড নিয়ে এসেছে সনি।  ৩০০ এমবিপিএস রিড স্পিড ও ২৯৯ এমবিপিএস রাইট স্পিড এই মেমোরি কার্ড সম্পূর্ণ বাকা হয়ে গেলেও  খারাপ হবে না। এছাড়াও পাঁচ মিটার বা ১৮ ফিট  উচ্চতা থেকে পড়লেও কাজ করবে নতুন এই এসডি কার্ড। আর ভিডিওর জন্য থাকছে  ভি৯০ সাপোর্ট।

নতুন এই এসডি কার্ডের সাথে এসডি স্ক্যান ইউটিলিটি ও ফাইল রিস্টোর সফওয়্যার পাওয়া যাবে। প্রথমটি দিয়ে কার্ড কী অবস্থায় রয়েছে তা জানা যাবে, আর দ্বিতীয় সফটওয়্যার দিয়ে ফাইল রিকভারি করা যাবে।

এছাড়াও সনি জানিয়েছে নতুন এসএফ-জি সিরিজের এই মেমোরি কার্ডগুলি আইপি৬৮ ওয়াটার রেজিস্ট্যান্ট। অর্থাৎ জলে বা ধুলোর সংস্পর্শে এলেও এই মেমোরি কার্ডে কোন ক্ষতি হবে না।

সাধারন এসডি কার্ড পাতলা প্লাস্টিক দিয়ে তৈরী হলেও  হাই গ্রেড হার্ডনেস মেটিরিয়াল এর একটি মাত্র টুকরো দিয়ে তৈরী দিয়ে এই ফ্ল্যাশ ড্রাইভগুলি তৈরী করেছে সনি। এই এসডি কার্ডে  থাকছেনা  কোন প্রোটেকশান সুইচ।

এ সম্পর্কিত আরও খবর