তরুণদের স্বপ্ন বাস্তবায়নে আর্থিক সহযোগিতা দেবে এলজি

স্টার্টআপ, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 09:35:16

বাংলাদেশের তরুণদের বিভিন্ন সামাজিক উদ্যোগ ও স্বপ্ন বাস্তবায়নে আর্থিক সহায়তা দেবে দক্ষিণ কোরীয় বহুজাতিক কোম্পানি এলজি ইলেক্ট্রনিক্স। এ লক্ষ্যে এবার পাঁচ সংগঠন ও ব্যক্তিকে ‘এলজি অ্যাম্বাসেডর’ বৃত্তি দেওয়া হবে। নির্বাচিত অ্যাম্বাসেডররা প্রত্যেকে তাদের স্বপ্ন কিংবা উদ্যোগ বাস্তবায়নে ৪ লাখ টাকা করে পাবেন।

সোমবার ( ২৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ। কোম্পানিটি জানায়,  শিক্ষা সম্প্রসারণ, সামাজিক ও পরিবেশগত সচেতনতা তৈরি ও সমাজ উন্নয়নে কাজ করছেন কিংবা একই ধরণের স্বপ্ন দেখছেন- এমন ব্যক্তি কিংবা সংগঠনগুলো এই স্বীকৃতির জন্য আবেদন করতে পারবেন।

এ প্রসঙ্গে এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডি কে সন বলেন, ‘শুধু পণ্য বিক্রি নয়, ভোক্তা-জনগণ ও সমাজের উন্নয়নেও এলজি প্রতিশ্রুতিবদ্ধ। ইতিবাচক পরিবর্তনের জন্য তরুণদের অনেক স্বপ্ন ও উদ্যম রয়েছে।’

এলজি অ্যাম্বাসেডর উদ্যোগে আবেদন করতে এলজি বাংলাদেশের ফেসবুক পেজে এলজি অ্যাম্বাসেডর ক্যাম্পেইনে দেওয়া নির্ধারিত ফরম পূরণ  করতে হবে। যা জমা দেওয়া যাবে আগামী ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।

এর আগে ২০১৭ সালে ২৩৭টি প্রকল্প প্রস্তাব থেকে তিনটিকে এলজি অ্যাম্বাসেডর বৃত্তি দেওয়া হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর