হঠাৎ মোবাইল ইন্টারনেট সেবায় বিঘ্ন

, টেক

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 03:31:39

হঠাৎ করেই মোবাইল ইন্টারনেট সেবায় বিঘ্ন দেখা দিয়েছে। আজ শুক্রবার সকাল থেকেই মোবাইলের গ্রাহকেরা দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। অনেকেই বার বার চেষ্টা করেও মোবাইল সিমের ডাটা চালু করে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না।

রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার নওরোজ জামান বার্তা২৪.কমকে বলেন, বাসার ব্রডব্যান্ড লাইনের তার ছিড়ে গেছে গত রাতে। গত রাত থেকেই মোবাইল ইন্টারনেটে কাজ করছি। কিন্তু আজ সকাল থেকে আর সংযোগ পাচ্ছি না। অথচ আমার জরুরি কাজ ছিলো সকালে।

বাগানবাড়ি এলাকার সাজ্জাদ শোয়েব বার্তা২৪.কমকে বলেন, সকালে হঠাৎ দেখি নেট নেই। আমার মোবাইলে থাকা দুটি সিমের ডাটা চালু করেও কোনো সমাধান করে পারিনি।

এ বিষয়ে গ্রামীণফোন ও রবির সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কেউ ফোন ধরেননি। তবে একটি গণমাধ্যমকে বাংলালিংকের কল সেন্টার থেকে জানানো হয়েছে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের এক নির্দেশে তারা বেশ কয়েকটি জেলায় মোবাইল ইন্টারনেট বন্ধ রেখেছেন। তবে নির্দিষ্ট করে জেলাগুলোর নাম জানাতে পারেননি।

এ সম্পর্কিত আরও খবর