২০১৪ সালের পর আর দেখা যায়নি অ্যাপল এর ম্যাক মিনি। মঙ্গলবার (৩০ অক্টোবর) নিউইয়র্কের ব্রুকলিন একাডেমি অব মিউজিকে নতুন ম্যাক মিনির ঘোষণা দিয়েছে অ্যাপল।
নতুন ম্যাক মিনিটির ডিজাইন অনেকটা আগের সংস্করণের মতোই। তবে পরিবর্তন আনা হয়েছে এর হার্ডওয়্যারে।
এই ম্যাক মিনির বেসিক সংস্করণে রয়েছে কোয়াড কোর ইন্টেল কোর আই ৩ প্রসেসর। এছাড়া ছয় কোর ইন্টেল কোর আই ৭ প্রসেসরেও মিলবে এটি।। ব্যবহার করা যাবে সর্বোচ্চ ৬৪ গিগাবাইট র্যাম। স্টোরেজ সুবিধা দিতে রয়েছে ১২৮ গিগাবাইট ফ্ল্যাশ স্টোরেজ। নিরাপত্তার জন্য আছে টি২ চিপ।
এতে রয়েছে ৪টি ইউএসবি সি টাইপ, একটি এইচডিএমআই ও দুটি ইউএসবি-এ পোর্ট। এছাড়াও রয়েছে চিরচেনা ৩.৫ এমএম হেডফোন জ্যাক। এর সঙ্গে মিলবে ১০ গিগাবাইট ইথারনেট অপশনের সুবিধা।
ডিভাইসটির মূল্য শুরু হয়েছে ৭৯৯ মার্কিন ডলার (প্রায় ৬৭ হাজার টাকা) থেকে। ইতোমধ্যে প্রি-অর্ডার শুরু হলেও গ্রাহকদের হাতে তা পৌঁছাবে ৭ নভেম্বরে।