বড় ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড ১২এল উন্মোচন করল গুগল

, টেক

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 03:13:43

স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড ভার্সন আনলেও ট্যাবলেট বা অন্য বড় ডিভাইস নিয়ে সেভাবে কাজ করেনি সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। সম্প্রতি প্রতিষ্ঠানটি বড় আকৃতির ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড ১২এল উন্মোচন করেছে।

অ্যান্ড্রয়েড ডেভেলপার সামিটে নতুন ফিচার হিসেবে এ ভার্সন উন্মোচনের ঘোষণা দেয় গুগল। বড় ডিসপ্লের ট্যাবলেট, ফোল্ডেবল এবং ক্রোম অপারেটিং সিস্টেমের ডিভাইসের জন্য উন্নত ইউজার ইন্টারফেস নিয়ে অ্যান্ড্রয়েড ১২এল উন্মোচন করা হয়েছে।

গুগল জানায়, ৬০০এসপির বেশি বড় আকৃতির ডিভাইসে সহজে ও আরামদায়কভাবে ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড ভার্সনের ইউআইতে পরিবর্তন আনা হয়েছে। এর ইউজাররা নোটিফিকেশন শেড, লক স্ক্রিন এবং অন্যান্য সিস্টেম পেজগুলির জন্য টু-কলাম লেআউট দেখতে পাবেন।

আবার এই লেআউট অ্যাক্সেস ছাড়াও, অ্যান্ড্রয়েড ১২এল একটি নতুন টাস্কবার আনবে, যা ইউজারদের পছন্দের অ্যাপগুলিতে সহজে স্যুইচ করার সুবিধা দেবে এবং স্প্লিট-স্ক্রিন মোডকে আরও মজাদার করে তুলবে। শুধু তাই নয়, এই ওএস আরও ভালো লেটারবক্সিং এক্সপিরিয়েন্স প্রদান করবে এবং অ্যাপগুলিকে ডিফল্টরূপে দেখতে সহায়তা করবে বলে দাবি করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর