গ্রামীণফোনে কাজ করবে ফ্রিল্যান্সাররা

মোবাইল ফোন, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 17:13:41

ফ্রিল্যান্সারদের কাজ করার সুযোগ দিতে যাত্রা শুরু করতে যাচ্ছে দেশের  শীর্ষ অপারেটর কোম্পানি গ্রামীণফোন।

মঙ্গলবার( ৬ নভেম্বর)   বিকালে ‘ডিজিটাল নিঞ্জা’ নামে  যাত্রা শুরু করতে যাচ্ছে এই প্লাটফর্মটি । আনুষ্ঠানিক আয়োজনে এর শুভ উদ্বোধন করবেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক।

গ্রামীণফোনের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা জানান, কোডার, ইউআই, ইউএক্স, অ্যাপ ডেভেলাপরসহ বিভিন্ন স্কিলের ফ্রিল্যান্সাররা নিবন্ধন করবেন ডিজিটাল নিঞ্জায়।‘নিবন্ধিত ফ্রিল্যান্সাররা গ্রামীণফোনের বিভিন্ন প্রকল্পে অংশীদার  হওয়া ছাড়াও  এটি নতুন ধরনের আর্নিং সোর্স, স্কিল সোর্সিংয়ের ক্ষেত্র তৈরি করবে।’-বলছিলেন ওই কর্মকর্তা।

তিনি আরও জানান, স্বাভাবিকভাবেই ফ্রিল্যান্সাররা স্থায়ী কর্মী হবেন না, তারা আসবে প্রকল্প হিসেবে । কারণ যারা ফ্রিল্যান্সার তারা চায় স্বাধীন ভাবে কাজ করতে। আর এই বিষয়টাকেই  ফ্লেক্সিবল মডেলে নিয়ে  যাচ্ছে গ্রামীণফোন।

টেলিকম খাতের মানবসম্পদ নিয়ে কাজ করেন এমন অনেকেই বলছেন, ফ্রিল্যান্সারদের জন্য এটি সুখবর হলেও অপারেটরটির এই আউটসোর্সিং মডেল তার স্থায়ী কর্মীদের কর্মক্ষেত্রের  ওপর চাপ তৈরি করতে পারে। এ প্রকল্পের আগে  স্থায়ী কর্মীরা যে সুযোগ সুবিধা পেত সেটি হয়ত আর থাকবে না।

এ সম্পর্কিত আরও খবর