কলকাতার যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে কলকাতায় নিজস্ব বিক্রয় কেন্দ্রের কার্যক্রম শুরু করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
রোববার( ১১ নভেম্বর) গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় নভোএয়ার। শুক্রবার কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে চৌরঙ্গী ম্যানসন-এ অবস্থিত এই বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান।
এতে আরও উপস্থিত ছিলেন নভোএয়ার ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম, ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার এর চেয়ারম্যান অনিল পাঞ্জাবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্সির মালিক ও কর্মকর্তারা এবং নভোএয়ার এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এখন থেকে কলকাতাগামী যাত্রীরা ট্রাভেল এজেন্সির পাশাপাশি নভোএয়ার এর বিক্রয় কেন্দ্র থেকেই সরাসরি টিকেট ক্রয় করতে পারবেন। এছাড়া ট্রাভেল এজেন্সি ও বাণিজ্যিক সংস্থাগুলোকেও উক্ত বিক্রয় কেন্দ্র থেকে সেবা প্রদান করা হবে।