ঢাকায় আন্তর্জাতিক ডেটা সেন্টার সামিট বৃহস্পতিবার

আইসিটি সংবাদ, টেক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-18 20:02:29

আগামী বৃহস্পতিবার (১৫ নভেম্বর) থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক ডেটা সেন্টার সামিট।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অনুষ্ঠিতব্য এ সামিটে তথ্যপ্রযুক্তির বিভিন্ন দিক ও ডেটা সেন্টার সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, ইতালি, ভারত, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে আগত ও বাংলাদেশের স্বনামধন্য বিশেষজ্ঞরা। 

সোমবার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ‘অ্যাশরেই বাংলাদেশ অধ্যায়’ এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মানস কুমার মিত্র ও সামিটের আয়োজক ডিসিআইকন লিমিটেডের সিইও মাসুদ পারভেজ। সামিটে অংশগ্রহণ করতে চাইলে আগ্রহীরা অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে পারেন  http://www.dcicon.com.bd থেকে। আগ্রহীদের জন্য সামিট চলাকালীনও রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে।

মানস কুমার মিত্র বলেন, ‘বাংলাদেশে প্রচুর জনশক্তি রয়েছে। এ জনশক্তি ভাণ্ডারই আমাদের মূল শক্তি ও অনুপ্রেরণার ক্ষেত্র। এ শক্তি ভাণ্ডারকে সঠিকভাবে কাজে লাগাতে হলে আমাদেরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পদচারণ করতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর