সফটওয়্যার আপডেট নেওয়ার সময় বিস্ফোরণ ঘটেছে আইফোন ১০-এ। দুর্ঘটনাটি সম্পর্কে জানিয়ে ওয়াশিংটনের ফেডারেল ওয়ে শহরের বাসিন্দা রাহিল মোহাম্মদ নিজের টুইট পোস্টে লেখেন, আইওএস ১২.১ আপডেট নেয়ার সময় ফোনটি চার্জে ছিল।
রিস্টার্ট নেওয়ার পর ফোনটি অনেক গরম হয়ে যায়। তাই হাতে নেওয়ার পর মুহূর্তেই ফোনটি ফেলে দেই। এরপর এটি থেকে ধোয়া বের হতে শুরু করে এবং আগুন ধরে যায়।
গত জানুয়ারিতে কেনা ফোনটি চার্জের জন্য অ্যাপলের অফিশিয়াল চার্জারই ব্যবহার করেছিলেন বলে উল্লেখ করে তিনি বলেন এতদিন পর্যন্ত খুব স্বাভাবিকভাবেই কাজ করছিল ফোনটি।
এদিকে তার টুইটের জবাবে অ্যাপল সাপোর্ট জানায় , এটা আইফোন ১০-এর প্রত্যাশিত আচরণ নয়। দ্রুতই সমস্যাটির সমাধান করা হবে।আর ত্রুটি শনাক্তে তারা রাহিল মোহাম্মদের বিস্ফোরিত ফোনটিও দেখতে চেয়েছে।
আইফোন ১০ বাজারে ছাড়া হয় গত বছরের নভেম্বরে।তবে এ পর্যন্ত ফোনটি নিয়ে খুব বেশি অভিযোগ পাওয়া যায়নি।
যদিও এর আগে গত অগাস্টে চীনের সাংহাইয়ে চলন্ত গাড়ির মধ্যে আইফোন ৬-এর বিস্ফোরণ ঘটে। গাড়িতে থাকা ড্যাশক্যামে বিস্ফোরণের ভিডিওটি ধরা পড়ে।এতে দেখা যায়, গাড়ির ড্যাশবোর্ডে রাখা আইফোন ৬-এর মধ্যে হঠাৎ করেই আগুন ধরে যায়। এরপর অনেকাংশ গলে যায়।