নচ থাকছেনা নতুন আইফোনে

মোবাইল ফোন, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 18:03:03

নচ প্রিয় ইউজারদের জন্য আগামী আইফোন বলা চলে দুঃসংবাদ ই নিয়ে আসতে যাচ্ছে। স্ক্রিনে বৈচিত্র্য যোগ করতে তাই নতুন আইফনে থাকছেনা কোন নচ ডিসপ্লে।

গ্যাজেট বিষয়ক অনলাইন নাইন টু ম্যাক জানায় নচ এর   পরিবর্তে অ্যাপল আনবে নতুন অল স্ক্রিন ডিসপ্লে যার স্ক্রিন বডি র‍্যাশিও রাখতে যাচ্ছে প্রায় ৯৫% । যা বলা চলে প্রায় বেজেললেস।

অল স্ক্রিন এর জন্য ডিভাইসের স্ক্রিনের নিচে রাখতে হবে ক্যামেরা । আর এই প্রযুক্তি নিয়ে ইতিমধ্যে দ্বন্দ্ব চলছে প্রযুক্তি পাড়ায়। হুয়াওয়ে , এলজি, স্যামসাং এর পর অ্যাপলের প্যাটেন্ট আবেদনও পড়েছে ডিসপ্লের নিচেই ফ্রন্ট ফেসিং ক্যামেরা  জন্য।

অ্যাপল সাধারণত প্রতি বছরের সেপ্টেম্বরে নতুন আইফোন উন্মোচন করে আসছে। সে হিসাবে ২০১৯ সালের সেপ্টেম্বরে অল স্ক্রিনের ডিভাইস আনছে অ্যাপল।

গত বছর নচ ডিসপ্লের সঙ্গে পরিচয় করিয়ে দেয় অ্যাপল। প্রতিষ্ঠানটি তাদের আইফোনের দশকপূর্তি সংস্করণ আইফোন টেনে এ ধরনের ডিসপ্লে ব্যবহার করে। বর্তমানে নচ ডিসপ্লে স্মার্টফোন ডিভাইস বাজারে বেশ সাড়া ফেলেছে।

আইফোন টেনের সরবরাহ শুরুর পরই অধিকাংশ অ্যান্ড্রয়েড ডিভাইস নির্মাতাই নচ ডিসপ্লের ব্যবহার শুরু করে।

 

এ সম্পর্কিত আরও খবর