মটোরোলার ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস দেশের বাজারে এনেছে নতুন একটি ফোন। সাশ্রয়ী দামের স্মার্টফোনটির মডেল ‘মটো ই৪ প্লাস’।
ফোনটির বিশেষত্ব হলো এর ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। মটোরোলার দাবি, ব্যাটারির ক্ষমতা বাড়ানোর কারণে এক টানা ১৮ ঘণ্টা ভিডিও দেখা সম্ভব হবে।
৫ দশমিক ৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে সম্বলিত এই ফোনে থাকছে ১.৩ গিগাহার্জের কোয়াডকোর স্ন্যাপড্রাগন প্রসেসর, ৩ জিবি র্যাম ও ১৬ জিবি ইন্টারনাল মেমোরি। ফোনটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। আর সামনে আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৭.১ অপারেটিং সিস্টেম।
এর দাম নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৯৯০ টাকা।