ইন্টারনেটের গতি বৃদ্ধিতে বিটিআরসির পদক্ষেপ

আইসিটি সংবাদ, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 19:33:36

দেশে ফোরজি প্রযুক্তি চালু হবার পর বেড়েছে ইন্টারনেট ব্যবহারের পরিমান। কিন্তু সে অনুযায়ী পাওয়া যাচ্ছেনা চাহিদা অনুযায়ী স্পিড। এছাড়াও কিছু কিছু এলাকায় নেটওয়ার্ক দুর্বল হওয়ায় ফোরজি তো দুরের কথা থ্রিজি সেবাও মেলেনা কাংখিত গতিতে। তাই ইন্টারনেটের গতি বৃদ্ধি কলড্রপ রোধ সহ নেটওয়ার্কে কল কানেক্ট কাংখিত পর্যায়ে রাখতে বেতার যন্ত্র ব্যবহারের সতর্কতা গ্রহনের নির্দেশনা দিয়েছে বিটিআরসি।

ইন্টারনেটের গতি হ্রাসের একটি কারণ হিসেবে কডলেস টেলিফোন, ওয়াকিটকি, নেটওয়ার্ক আটকানো জ্যামারসহ বিভিন্ন বেতার যন্ত্রপাতিকে দায়ি করছে অপারেটরগুলো।

অপারেটরদের অভিযোগ আমলে নিয়ে জনস্বার্থে বিজ্ঞাপন দিয়ে দেশে অনুমতিছাড়া এসবের ব্যবহার বন্ধ করতে বলেছে বিটিআরসি।

নিয়ন্ত্রক সংস্থাটি জানায়  ‘এসবের কারণে মোবাইল অপারেটদের নেটওয়ার্ক তরঙ্গে বাধার সৃষ্টি হচ্ছে, ইন্টারনেটের গতি কমছে কলড্রপ হচ্ছে এবং সংযোগ পেতে গ্রাহকের সমস্যা হচ্ছে। তাই কডলেস টেলিফোন সেট, ওয়াকিটকি সেট, নেটওয়ার্ক আটকানো জ্যামারসহ বিভিন্ন বেতার যন্ত্রপাতি আমদানি, কেনাবেচা ও ব্যবহারে বিরত থাকতে বলা হলো’-বিজ্ঞাপনে উল্লেখ করেছে বিটিআরসি।

অপারেটরগুলো বলছে, গ্রাহক একটি কল করার পর রিসিভারের কাছে যাওয়া পর্যন্ত তারা ছাড়াও এনটিটিএন, আইআইজি, আইসিএক্স, আইজিডব্লিউসহ অনেকগুলো পক্ষ জড়িত। জ্যামারসহ অনাকাংখিত বেতার তরঙ্গ অনেক কলড্রপের কারণ। অথচ তাদের সেবার মান নিয়ন্ত্রণ এবং এসব বাধার বিষয়ে কিছু করার কোনো ক্ষমতা অপারেটরদের নেই।

তাই স্বাভাবিকভাবেই কলড্রপ সমস্যার পুরো সমাধান অপারেটরদের হাতে নেই। 

এ সম্পর্কিত আরও খবর