ফোরজি সিম বোঝার উপায়

, টেক

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-25 14:58:35

ফোরজি যুগে পা রেখেছে দেশের মোবাইল ফোন প্রযুক্তি। সোমবার সন্ধ্যায় দেশের চার মোবাইল ফোন অপারেটরকে সরকারের পক্ষ থেকে ফোরজির লাইসেন্স হস্তান্তরের মধ্য দিয়ে এই পথচলা শুরু হয়। কিন্তু আপনার সিমটি ফোর-জি কি না তা জানবেন কীভাবে? উপায় খুব সহজ। গ্রাহকের সিমটি ফোরজি কি না তা জানা যাবে মোবাইল ফোন অপারেটরগুলোর দেওয়া নম্বরে এসএমএসের মাধ্যমে। গ্রামীণফোন ব্যবহারকারীরা *১২১*৩২৩২# ডায়াল করলে ফিরতি এসএমএসে পেয়ে যাবেন তার সিমটি ফোরজি কি না। রবির গ্রাহকরা *১২৩*৪৪# ডায়েল করলে এবং বাংলালিংকের গ্রাহকেরা মোবাইল ফোন থেকে 4G লিখে ৫০০০ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি ম্যাসেজে ফোরজি সিমের বিষয়ে তথ্য পাবেন। গ্রাহকের সিমটি যদি ফোরজি না হয়, তাহলে তা সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্র থেকে পরিবর্তন করে নেওয়ার সুযোগ রয়েছে।  

এ সম্পর্কিত আরও খবর