ফোরজি নেটওয়ার্ক অপারেটর রবি আজিয়াটা লিমিটেড’র অ্যাডভান্সড ৪.৫জি প্রযুক্তিতে ইতোমধ্যে ৫৫ লাখ গ্রাহক যোগ হয়েছে বলে জানিয়েছে রবি।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) রবি’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪.৫জি সেবা উদ্বোধনের পর থেকে সাত মাসের কম সময়ের মধ্যে দেশের ৯৯ দশমিক ৪ শতাংশ এলাকায় ৪.৫ জি নেটওয়ার্ক সেবা দিচ্ছে রবি। কোম্পানিটি সাত হাজার ৩০০টিরও বেশি ৪.৫জি সাইট নিয়ে এক বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলেছে। এছাড়াও একমাত্র অপারেটর হিসেবে ইউ/এল ৯০০ স্পেকট্রাম প্রযুক্তির মাধ্যমে অভ্যন্তরীণ কাভারেজের শীর্ষে অবস্থান করছে।
রবি জানায়, কোনো বাফারিং ছাড়াই গ্রাহকদের স্বচ্ছ ও স্পষ্ট এইচডি মানের ভয়েস এবং ভিডিও অভিজ্ঞতা নিয়ে এসেছে অপারেটরটি। অন্য প্রতিযোগীদের তুলনায় তিনগুণ শক্তিশালী নেটওয়ার্ক স্পেকট্রাম ও ২১ হাজার ১৪৫টি ডেটা সাইটের কারণে রবি নেটওয়ার্কে চমৎকার ভিডিও অভিজ্ঞতা পাচ্ছেন গ্রাহকরা।
এ বিষয়ে রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন,‘দেশের বৃহত্তম ৪.৫ জি নেটওয়ার্কে ৫৫ লাখ ৪.৫ জি গ্রাহকের সেবা প্রদানের সুযোগ দেওয়ার জন্য জন্য রবি ম্যানেজমেন্টের পক্ষ থেকে প্রত্যেক গ্রাহককে ধন্যবাদ জানাই।’