বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্ক এবার কিনে নিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় প্ল্যাটফর্ম টুইটার। ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিনলেন টেসলার কর্ণধার।
কোম্পানিটি ৫৪.২০ ডলারে প্রতিটি শেয়ারের দর নির্ধারণ করে এই বিক্রি সম্পন্ন করল। কোনো প্রাইভেট কোম্পানি ক্রয় বিক্রয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি দরে বিক্রি হলো টুইটার।
আনুষ্ঠানিকভাবে টুইটার বিক্রির ঘোষণার পর একটি যৌথ বিবৃতিতে ইলন বলেন, ‘গণতন্ত্রে কাজ করার ভিত্তি হলো বাকস্বাধীনতা। টুইটার হল সেই ডিজিটাল বৃত্ত যেখানে মানুষের ভবিষ্যতের ক্ষেত্রে যে কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।’
টুইটারের বোর্ডের চেয়ারপার্সন ব্রেট টেলর দাবি করেন, মাইক্রোব্লগিং সাইট কেনার জন্য ইলন যে প্রস্তাব দিয়েছিলেন, দীর্ঘ বৈঠকের মধ্য দিয়ে তার প্রস্তাবের মূল্যায়ন করা হয়েছে। যা টুইটারের শেয়ারহোল্ডারের জন্য সেরা পথ হবে।