কলড্রপ কমিয়ে আনতে সম্প্রতি মোবাইল ফোন অপরাটেরদের ১৯০ মেগাহার্টজ অতিরিক্ত তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি বলেছেন, অতিরিক্ত তরঙ্গ ব্যবহার করলে অপারেটরদের সেবার মান বাড়বে। ফলে এ বছরের মধ্যেই মোবাইল ফোনের কলড্রপ কমে আসবে।
বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অবদানবিষয়ক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আন্তর্জাতিক সংস্থা ‘অ্যালায়েন্স ফর অ্যাফোর্ডেবল ইন্টারনেট’ এ সভার আয়োজন করে।
মন্ত্রী বলেন, সারা দেশে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি এবং ডিজিটাল সংযোগ সহজলভ্য করতে কাজ করছে সরকার। এরই মধ্যে দেশের প্রায় প্রতিটি ইউনিয়নে উচ্চগতির ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালুর পাশাপাশি ৯৮ শতাংশ এলাকায় ৪–জি নেটওয়ার্ক পৌঁছে গেছে।
শুধু তা–ই নয়, দেশে স্যামসাংসহ ১৪ ব্র্যান্ডের মোবাইল ফোন তৈরি হচ্ছে, যা চাহিদার ৭০ শতাংশ পূরণ করছে বলে জানান মোস্তফা জব্বার।