পরিষ্কার রাখি একসাথে দীর্ঘতম সৈকত

মোবাইল ফোন, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-09 22:51:31

‘পরিস্কার রাখি একসাথে দীর্ঘতম সৈকত’ এই প্রতিপাদ্য নিয়ে পালিত হলো কোস্টাল লংবিচ ক্লিনআপ কর্মসূচী।পৃথিবীর অন্যতম দীর্ঘ এই সমুদ্র সৈকত কক্সবাজারে দিনব্যাপি চলে ই কর্মসূচী।

শনিবার( ১ ডিসেম্বর) আন্তর্জাতিক সংস্থা আইওএম (IOM), কক্সবাজার জেলা প্রশাসন সহ নানা প্রতিষ্ঠান এই কাজে অংশ নেয়। ঢাকা থেকে ১০০ ও স্থানীয় ভাবে আরো ৫০০ জন স্বেচ্ছাসেবীদের নিয়ে দিন ব্যাপি চলা এই কর্মসূচীর সুচনা হয়  কক্সবাজারের অন্যতম জনপ্রিয় মারমেইড ক্যাফে থেকে।

কর্মসূচীর উদ্যোক্তা মারমেইড ক্যাফের পরিচালক আনিসুল হক জানান, মূলত মানুষকে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ, এত সুন্দর একটা সি বিচ যদি আমরা পরিস্কার না রাখি তবে এর যে আক্ষরিক নান্দনিকতা , তা থেকে বঞ্চিত হবে মানুষ।

কর্মসূচীর উদ্দেশ্য নিয়ে উল্লেখ করতে গিয়ে মারমেইড ক্যাফের অপারেশন ম্যানেজার ইফতেখার রানা বলেন, পর্যটকরা যে পানির বোতল, ক্যান, নারিকেলের খোল সৈকতে ফেলে রাখেন সে গুলো যে রিইউজ করা যায় সে বিষয়ে সচেতনা করার পাশাপাশি এগুলো যেন সঠিক স্থানে তারা ফেলেন সেটা জানানোই মূল উদ্দেশ্য ছিলো।

এ সম্পর্কিত আরও খবর