নুবিয়ার নতুন গেমিং ফোন

মোবাইল ফোন, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-04-20 06:59:47

রিলিজ হলো নুবিয়া কোম্পানির লেটেস্ট গেমিং ফোন রেড ম্যাজিক মার্স। নুবিয়া রেড ম্যাজিক এর পরের ভার্সন হচ্ছে এই স্মার্টফোন। ।ফোনটির এর ভিতরে থাকবে  স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট আর ১০ জিবি র‍্যাম। এই ফোনে লিকুইড কুলিং টেকনোলজি ব্যবহার হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে প্রসেসারের তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম রাখা যাবে। যা প্রসেসারের ক্ষমতাকে বাড়াতে সাহায্য করবে।

কি কি থাকছে নুবিয়া রেড ম্যাজিক মার্স ফোনেঃ

সিঙ্গেল সিম নুবিয়া রেড ম্যাজিক মার্স ফোনে চলবে এন্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেম। এই স্মার্টফোনে রয়েছে একটি ৬  ইঞ্চি এফএইচডি+ ডিসপ্লে।ফোনের ভিতরে ছবি তোলার জন্য থাকছে ১৬ মেগাপিক্সেল সিঙ্গেল রিয়ার ক্যামেরা আর সামনে থাকবে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

এছাড়াও ইউএসবি টাইপ সি পোর্টেবল যুক্ত  থাকছে ৩৮০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাথে থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট।

নুবিয়া রেড ম্যাজিক মার্স এর দাম

চিনে নুবিয়া রেড ম্যাজিক মার্স ৬/৬৪ জিবি স্টোরেজ এডিশানের দাম ২৬৯৯ ইউয়ান  ৮/১২৮ জিবি ভেরিয়েন্টে এই ফোন কিনতে খরচ হবে ৩১৯৯ ইউয়ান । আর টপ এন্ড ১০/২৫৬ জিবি  ভেরিয়েন্টের নুবিয়া রেড ম্যাজিক মার্স  এর দাম ৩৯৯৯ ইউয়ান ।

ভারতে এই স্মার্টফোন লঞ্চ করবে যেডটিই।

এ সম্পর্কিত আরও খবর