আসছে মাইক্রোসফট এর ডুয়াল স্ক্রিন ফোন

মোবাইল ফোন, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-21 19:48:38

ফোল্ডেবল ফোনের বাজার ধরতে যেন মরিয়া সব স্মার্টফোন নির্মাতা কোম্পানীগুলো। সেই পালে এবার হাওয়া দিচ্ছে মাইক্রোসফট। সম্প্রতি এক টুইট পোস্ট থেকে জানা যায় নতুন এই  ফোল্ডেবল ফোনের নাম অ্যান্ড্রোমিডা।

মাইক্রোসফটের ফোল্ডেবল ফোনের ডিজাইন অনেকটা সারফেস বুকের মত হতে পারে।উইন্ডোজ ১০ চালানোর জন্য ফোনটিতে থাকবে থাকবে সবচেয়ে শ্রেষ্ঠ এআরএম  সহ স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর।

মাইক্রোসফট জানায় ইনটেল ১০ ন্যানোমিটার চিপসেট  তৈরি করে দিতে দেরি করার জন্যই মূলত দেরি হচ্ছে ফোনটি লঞ্চ করতে, তবে আশা করা যাচ্ছে ২০১৯ এর মাঝামাঝি সময়ে গ্রাহকদের হাতে তুলে দিতে পারবে কোম্পানিটি।

তারা আরো জানায়,  নতুন স্ক্রিনের ডিজাইন স্মার্টগ্যাজেট দুনিয়ায় সাড়া ফেলতে পারে।

 

কোম্পানির দাবি অ্যান্ড্রোমিডা এর মধ্যে থাকবে- ট্যাবলেট, ফোন, ল্যাপটপ, ও ডিজিটাল নোটবুক। অর্থাৎ যখন যেটা প্রয়োজন, সেইমত ব্যবহার করতে পারবেন আপনি। তবে কলিং এর ব্যবস্থা থাকবে কিনা তা নিয়ে কিছু জানায়নি মাইক্রোসফট।

 

এ সম্পর্কিত আরও খবর