মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমের উইন্ডোজ আনতে যাচ্ছে এর হালকা সংস্করণ ‘উইন্ডোজ লাইট’। প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম ডিজিটাল ট্রেন্ডসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় মূলত গুগলের ক্রোম ওএসের সঙ্গে টেক্কা দিতে উইন্ডোজের এই সংস্করণটি আনতে যাচ্ছে মাইক্রোসফট।
উইন্ডোজ লাইট সংস্করণ ফ্যাবলেট বা ল্যাপটপে ব্যবহার করা হবে। ওএসটিতে উইন্ডোজ স্টোর ও ওয়েব অ্যাপগুলো চলবে। বিশেষ করে মোবাইল প্রসেসর নির্ভর প্লাটফর্মে অনায়াসে ব্যবহার করা যাবে এটি।
তবে উইন্ডোজ ওএসের হালকা সংস্করণ আনার বিষয়টি প্রতিষ্ঠানের জন্য নতুন নয়। এর আগে উইন্ডোজ আরটি এবং উইন্ডোজ ১০এস আনা হয়েছিল। তবে গ্রাহক জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি সংস্করণটি ।
তবে এখনো মাইক্রোসফটের পক্ষ থেকে উইন্ডোজ লাইট সংস্করণ নিয়ে আনুষ্ঠানিক কোন তথ্য জানানো হয়নি।
ইতোমধ্যে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট ব্যবহৃত ল্যাপটপ বাজারে এসেছে। সেখান অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে উইন্ডোজ ১০। প্রসেসরটির আপডেট সংস্করণ স্ন্যাপড্রাগন ৮৫৫ সংস্করণে আরও ভালো সমর্থন করবে এই অ্যাপ।
ধারণা করা হচ্ছে, আগামী বছর মাইক্রোসফটের ডেভেলপার সম্মেলনে অপারেটিং সিস্টেমটির আপডেটের ঘোষণা দেবে সফটওয়্যার জায়ান্টটি।