গ্যালাক্সি ‘এস২৩ আলট্রা’ উন্মোচন করল স্যামসাং

মোবাইল ফোন, টেক

সাব্বিন হাসান | 2023-09-01 12:13:08

নব্য ঘরানার ফ্ল্যাগশিপ ফিচারে স্মার্টফোনে অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করে আসছে স্যামসাং। নতুন ডিভাইস স্যামসাং গ্যালাক্সি ‘এস২৩ আলট্রা’ মডেল দিয়ে স্মার্টফোন বিশ্বে নিজেদের অত্যাধুনিক করল স্যামসাং। সুখবর হচ্ছে, গ্যালাক্সি এস২৩ আলট্রা এখন মুহূর্তেই অগ্রিম বুকিং দেওয়া যাবে।

স্যামসাং বুধবার ( ১৫ ফেব্রুয়ারি) নিজেদের ফ্ল্যাগশিপ শো-রুমে আয়োজিত স্মার্টফোনের ‘ফার্স্ট ইম্প্রেশন’ অনুষ্ঠানে স্যামসাং অগ্রিম বুকিং ঘোষণা করেছে।

অগ্রিম বুকিং দিয়ে ক্রেতারা ১৫ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন। তাছাড়া ইএমআই (নির্দিষ্ট ব্যাংকে বিনা সুদে ২৪ মাস অবধি শূন্য ইএমআই) সুবিধা ছাড়াও থাকছে ১০ হাজার টাকা অবধি ক্যাশবাক। অফারের মাধ্যমে স্মার্টফোন ভক্তরা ৩১ হাজার টাকা অবধি সঞ্চয় করতে পারবেন। অগ্রিম বুকিং দিয়ে ১৭ হাজার টাকা সমমূল্যের ডাবল স্টোরেজ সুবিধাও মিলবে। স্যামসাং ২৫৬ জিবি সংস্করণের মূল্যে ক্রেতাদের হাতে তুলে দিবে ডিভাইসটির ৫১২ জিবি সংস্করণ। ক্রেতারা পাবেন ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং ট্রাভেল অ্যাডাপ্টার। বাংলাদেশে ছাড়া শুধু আরেকটি দেশে এমন ইন-প্যাকেজ সুবিধা দিচ্ছে স্যামসাং।

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা আগাম বুকিং দেওয়ার মাধ্যমে এক বছরের জন্য ওয়ান-টাইম স্ক্রিন রিপ্লেসমেন্টে ক্রেতারা পাবেন ৫০ ভাগ ছাড়। ফলে ৩০ হাজার টাকা অবধি সঞ্চয়ের সুযোগ থাকছে।

স্যামসাং বাংলাদেশের হেড অব এমএক্স বিজনেস মো. মূয়ীদুর রহমান জানালেন, স্যামসাং স্মার্টফোন লাইন-আপে দুর্দান্ত সংযোজন হচ্ছে গ্যালাক্সি এস২৩ আলট্র। যার মাধ্যমে স্মার্টফোন খাতে অভূত পরিবর্তন আনছে স্যামসাং। স্মার্টফোনে আছে বেশি স্টোরেজ, যুগান্তকারী দৃষ্টিনন্দন ক্যামেরা প্রযুক্তি। যার সব ফিচার অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করবে। স্মার্টফোন ভক্তরা নতুন অভিজ্ঞতা নিশ্চিত করবে মডেলটি।

আগ্রহীরা (samsung.com/bd) সাইটের মাধ্যমে ২০ হাজার টাকা দিয়ে ‘গ্যালাক্সি এস২৩ আলট্রা’ বুকিং দিতে পারবেন। ডিভাইসটির ২৫৬জিবির দাম ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)। কিন্তু ক্রেতারা সমমূল্যে ৫১২জিবি ভার্সন কেনার সুযোগ পাবেন।

বৈশিষ্ট্যেয় আছে স্মার্টফোন খাতের প্রথম ২০০ মেগাপিক্সেলের ইমেজ সেন্সর। যা এখন অবধি সবচেয়ে দ্রুতগতির প্রসেসর। আছে গরিলা গ্লাস ভিক্টাস-২। উদ্ভাবনী এসব সংযোজন স্মার্টফোন ভক্তদের অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তুলবে বলে জানালেন মূয়ীদূর রহমান।

এ সম্পর্কিত আরও খবর