অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ভেরিফায়েড করা যাবে বলে ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট কোম্পানি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ। এজন্য প্রতিমাসে গুণতে হবে ১১ দশমিক ৯৯ মার্কিন ডলার এবং আইওএস প্ল্যাটফর্মের জন্য খরচ হবে ১৪ দশমিক ৯৯ মার্কিন ডলার।
রোববার (১৯ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দেন তিনি।
মার্ক জুকারবার্গ লিখেছেন, সরকারি সংস্থার দেওয়া পরিচয়পত্র দিয়ে ব্লু ব্যাজ নেওয়া যাবে। এর ফলে ব্যবহারকারীর পরিচয় নকল করে আর কোনো ভুয়া অ্যাকাউন্ট থাকলেও সেই ব্যবহারকারী ফেসবুকে নিজের সঠিক পরিচয়ের অ্যাকাউন্টটি তার জন্য সহায়ক হবে। এ সেবা যারা নেবেন তারা ফেসবুকের গ্রাহক সহায়তা কেন্দ্র থেকে সরাসরি সেবা পাবেন।
নতুন এই ফিচার ফেসবুক ও ইনস্টাগ্রামের পরিষেবাজুড়ে গ্রাহকের বিশ্বাসযোগ্যতা এবং নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে চালু করা হচ্ছে বলে জানিয়েছেন জুকারবার্গ।
ফেসবুকের এই প্রধান নির্বাহী বলেছেন, ওয়েবে মেটা ভেরিফায়েড মাসে ১১ দশমিক ৯৯ ডলার আর আইওএসে ১৪ দশমিক ৯৯ ডলারে শুরু হবে। অর্থাৎ বাংলাদেশি এক হাজার ২৫৭ টাকার বিনিময়ে মিলবে ফেসবুকের ব্লু ব্যাজ।