মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিমকার্ড ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়ায় বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে গ্রামীণফোন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল থেকে নেটওয়ার্ক না থাকায় এই সিমকার্ড ব্যবহারকীরা ভোগান্তিতে পড়েন। পরে দুপুরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করা হয়।
গ্রামীণফোনের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’