গ্রামীণফোন নিয়ে এলো ম্যাক্সিমাসের দুই ফোরজি হ্যান্ডসেট

মোবাইল ফোন, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 18:41:34

ম্যাক্সিমাসের সঙ্গে যৌথভাবে কো-ব্র্যান্ডেড হ্যান্ডসেট এনেছে গ্রামীণফোন। মডেল দুটির নাম ‘ম্যাক্সিমাস ডি৭’ ও ‘ম্যাক্সিমাস পি৭’ । 

দেশে প্রান্তিক মানুষের কাছে ফোরজি পৌঁছে দেয়ার লক্ষ্যে এসব হ্যান্ডসেট আনা হয়েছে বলে জানায় প্রতিষ্ঠান দুটি।

অনুষ্ঠানে গ্রামীণফোনের ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান বলেন, বিগত দুই দশকে দেশের উন্নয়নে মোবাইল খাতের অবদান অন্যতম। ফোরজির মাধ্যমে ডিজিটাল অর্থনীতি আমাদের উন্নয়নের পরবর্তী ধাপে নিয়ে যাবে।

গ্রাহকদের সবার উচ্চ গতির ইন্টারনেট ব্যবহারের অধিকার আছে। যদি বাজারে সুলভ হ্যান্ডসেট থাকে তাহলে তা সম্ভব হবে। তাই সাশ্রয়ী কো-ব্র্যান্ডেড এ স্মার্টফোনগুলো নিয়ে আসা বলে জানান তিনি।

হ্যান্ডসেটের সঙ্গে থাকবে গ্রামীণফোনের ডেটা বান্ডেল অফার। ফোন দুটি ক্রয়ে ক্রেতারা পাবেন বিনামূল্যে ৮ জিবি ইন্টারনেট। যেখানে তারা ৪ জিবি ফোরজি ফ্রি ইন্টারনেট পাবেন এবং সাত দিনের মেয়াদে ৪ জিবি ইন্টারনেট পাবেন প্রথমবারের মতো বায়োস্কোপ স্ট্রিমিংয়ের জন্য। এরপর কেনার পর সাত দিনের মেয়াদে ১ জিবি ইন্টারনেট পাবেন মাত্র ২৪ টাকায় (সকল চার্জ সহ)। গ্রাহকরা ৬ মাসে ১২ বার এ অফার নিতে পারবেন।

এছাড়াও, ক্রেতারা ১৪ দিনের মেয়াদে অতিরিক্ত ১০ জিবি ফোরজি ডাটা পাবেন আগামী দুই সপ্তাহের মধ্যে মাইজিপি অ্যাপ দিয়ে ডি৭ ও পি৭ স্মার্টফোন ক্রয়ে।

অনুষ্ঠানে ইউনিয়ন গ্রুপের মোবাইল অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিভিশনের চিফ অপারেটিং অফিসার রিয়াজুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য ছিলো এমন হ্যান্ডসেট নিয়ে আসা যা একইসাথে সাশ্রয়ী হবে এবং ক্রেতাদের সর্বোত্তম অভিজ্ঞতা দেবে। পাশাপাশি, ম্যাক্সিমাস দেশের ৬৪ জেলায় বিক্রয়োত্তর সেবা প্রদান করবে।

ম্যাক্সিমাস ডি৭ স্মার্টফোনটিতে রয়েছে ৪ ইঞ্চি ডিসপ্লে, ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, এক জিবি র‍্যাম ও  ৮ জিবি ইন্টার্নাল মেমোরি, সামনে রয়েছে ২ মেগাপিক্সেল ও পেছনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।। এর দাম পড়বে ৩ হাজার ৪৯৯ টাকা।

ম্যাক্সিমাস পি৭ ফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে, ৫ মেগাপিক্সলের ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা। ১ গিগাবাইট র‍্যামের এ ফোনটিতে রয়েছে ৮ গিগাবাইট ইন্টার্নাল মেমোরি। অ্যান্ড্রয়েড ৮.১ অপারেটিং সিস্টেমের ম্যাক্সিমাস পি৭ এ রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর।  এর দাম চার হাজার ৬৯৯ টাকা।

এ সম্পর্কিত আরও খবর