আসন্ন বিজয় দিবস উপলক্ষে ‘অপরাজেয় বাংলা’ নিয়ে একটি বিশেষ ভিডিও তৈরি করেছে রবি। ‘বিজয় দিবস ২০১৮’ ক্যাম্পেইনের অংশ হিসেবে সম্প্রতি ভিডিওটি প্রকাশ করেছে অপারেটরটি।
সম্প্রতি রবীন্দ্র সরোবরে ভাস্কর্যটির একটি অনুরূপ অবয়ব তৈরি করে ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদের ‘অপরাজেয় বাংলা’র তিনটি চরিত্র চিত্রায়িত হয়েছে ভিডিওটিতে।
ভাস্কর্যটির মাঝখানে কাঁধে রাইফেল ঝোলানো একজন কৃষক যার হাতে রয়েছে একটি গ্রেনেড যা বাংলাদেশের সাধারণ মানুষের প্রতিচ্ছবি। তার বামপাশে রয়েছে প্রাথমিক চিকিৎসার বাক্স হাতে একজন সেবিকা এবং ডানপাশে তারুণ্যের প্রতিনিধিত্বকারী একজন শিক্ষার্থী।
রবি’র অফিসিয়াল ফেইসবুক পেইজে মঙ্গলবার পর্যন্ত ভিডিওটি ৩২ লাখ বার দেখা। শেয়ার হয়েছে সাড়ে ২৭ হাজার বারের বেশি।
দেশের বিখ্যাত এই ভাস্কর্যগুলো সম্পর্কে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং এর অন্তর্নিহিত অর্থ বুঝতে সহায়তা করাই ক্যাম্পেইনটির মূল উদ্দেশ্য।