পুঁজিবাজারে তথ্য প্রযুক্তিখাতে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের সাথে কাজ করবে আয়ারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান। হোয়ালকো টেকনোলজি লিমিটেড নামে ওই প্রতিষ্ঠানের কৌশলগত অংশীদার হিসেবে কাজ করবে জেনেক্স।
গতকাল রোববার রাজধানীর নিকুঞ্জে জেনেক্স ইনফোসিসের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। এতে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেনেক্সের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।
চুক্তির আওতায় জেনেক্স আয়ারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান হোয়ালকোকে কনটেন্ট ও ডাটা সংক্রান্ত বিভিন্ন সেবা দেবে।এ থেকে বছরে ৭ লাখ ৭ হাজার মার্কিন ডলার রাজস্ব আয়ের প্রত্যাশা করছে জেনেক্স। প্রণোদনা হিসেবে জেনেক্সকে বছরে আরো ৭০ হাজার মার্কিন ডলার দেবে হোয়ালকো টেকনোলজি লিমিটেড।
দেশের প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানগুলোর শীর্ষে আছে জেনেক্স। প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে কাজ করছে এই প্রতিষ্ঠান।