৬৮ লাখ ফেসবুক গ্রাহকের ইনবক্সে পাঠানো ছবিও বেহাত

সোশ্যাল মিডিয়া, টেক

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-25 14:44:56

সফটওয়্যারের একটি ত্রুটির কারণে ৬৮ লাখ ফেসবুক গ্রাহকের ছবি বেহাত হয়েছে। এগুলো যেকোনও সময় প্রকাশ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।বেহাত হওয়া ছবির মধ্যে রয়েছে ইনবক্সে পাঠানো ছবিও ।

সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্যা ভার্জ।পত্রিকাটির প্রকাশিত প্রতিবেদনে ফেসবুকের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা হয় ফেসবুকের  গ্রাহকরা কোনও অ্যাপকে তাদের ছবিতে প্রবেশের অনুমতি দিলে আমরা সাধারণত ফেসবুকের টাইমলাইনে পোস্ট করা ছবিগুলোতেই প্রবেশাধিকার দেই। কিন্তু এক্ষেত্রে ত্রুটির কারণে টাইমলাইনের বাইরের ছবিতেও প্রবেশ করতে পেরেছে অ্যাপগুলো।

এর মানে হলো ইনবক্সের ছবিতেও প্রবেশ করেছে ওইসব অ্যাপ। ফলে ইনবক্সের ছবিও বেহাত হয়েছে। বলা হচ্ছে, প্রায় ১ হাজার ৫০০ অ্যাপ এমন ত্রুটির মাধ্যমে ব্যবহারকারীদের ছবিতে প্রবেশ করেছে।

তবে ফেসবুক বলছে, আক্রান্ত অ্যাপগুলোকে অনুরোধের পাশাপাশি  সাহায্যও করছে তারা যেন গ্রাহকদের ছবিগুলো মুছে দেয়।

এ সম্পর্কিত আরও খবর