আকর্ষণীয় ‘সার্ভিস ডে’ অফারে ভিভো

, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 12:25:20

গ্রাহক সেবায় সার্ভিস ডে’র বিশেষ অফার নিয়ে এসেছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ১৮ জুলাই থেকে শুরু হয়ে এই অফার চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত। তিন দিন ব্যাপি এ অফারটিতে থাকছে বিভিন্ন রকম আকর্ষনীয় সুবিধা। থাকছে ভিভোর নির্দিষ্ট পণ্যের ওপর মূল্যহ্রাস থেকে শুরু করে বিনামূল্যে গ্রাহক সেবাসহ নানা অয়োজন। ভিভোর সব অথোরাইজড সার্ভিস সেন্টার থেকে ভিভো ব্যবহারকারীরা পাবেন এই বিশেষ সুবিধা।

ভিভোর স্মার্টফোনের বিশেষ কিছু মডেলের স্পেয়ার পার্টসে পাওয়া যাবে বিশেষ ডিসকাউন্ট অফার।

চার্জার, ডেটা ক্যাবল, এয়ারফোন কিনে গ্রাহক পেয়ে যাবেন ১০ শতাংশ মূল্যছাড়। মাত্র এক ঘন্টায় মিলবে ফ্লাশ রিপেয়ার। এছাড়া পাবেন ফ্রি ইউএসবি ওয়্যার সি-গ্রে টিপিই, ফ্রি প্রোটেক্টিভ ফিল্ম, ফ্রি সফটওয়্যার আপগ্রেড। পাশাপাশি স্মার্টফোনের পরিচর্যার জন্য বিনামূল্যে পাওয়া যাবে স্যানিটাইজেশন, ক্লিনিং ও ডিসইনফেকশন সার্ভিস। সার্ভিসিং এর সময়ে গ্রাহকের রিফ্রেশমেন্টের জন্য রয়েছে ফ্রি গেম সার্ভিস। এছাড়া গ্রাহকের জন্য রয়েছে বিশেষ উপহার।

এ সম্পর্কিত আরও খবর