দেশে সাইবার হামলার হুমকি

, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 21:29:10

দেশে আবারও ‘বড় ধরনের’ সাইবার হামলার আশঙ্কা করছে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট)। এর পরিপ্রেক্ষিতে বাড়তি সতর্কতা জারি করেছে সংস্থাটি।

হ্যাকার দল জানিয়েছে, ১৫ আগস্টের মধ্যে এ হামলা হতে পারে। হ্যাকার দলটি নিজেদের ভারতীয় হ্যাকার বলে দাবি করেছে।

শুক্রবার ( ৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিডি ই-গভ সার্ট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ জুলাই হ্যাকার দলটি জানিয়েছে, ১ থেকে ১৫ আগস্টের মধ্যে বাংলাদেশে সাইবার হামলা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই হ্যাকারদের মতাদর্শে প্রভাবিত বেশ কয়েকটি হ্যাকার দলকে চিহ্নিত করা হয়েছে। যারা বাংলাদেশের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে প্রায়ই সাইবার হামলা চালিয়ে আসছে।

সাইবার হামলা এড়াতে বাংলাদেশের সব প্রতিষ্ঠানকে কিছু পরামর্শ দিয়েছে সার্ট। সেগুলো হলো- ২৪ ঘণ্টা নেটওয়ার্ক অবকাঠামোতে নজরদারি রাখা, কেউ তথ্য সরিয়ে নিচ্ছে কিনা, তা খেয়াল রাখা। ইনকামিং এইচটিটিপি/এইচটিটিপিএস ট্রাফিক বিশ্লেষণের জন্য ফায়ারওয়াল স্থাপন এবং ক্ষতিকারক অনুরোধ এবং ট্রাফিক প্যাটার্ন ফিল্টার করা। ওয়েবসাইটের ব্যাকআপ রাখা। এসএসএল/টিএলএস এনক্রিপশনসহ ওয়েবসাইটে এইচটিটিপিএস প্রয়োগ করা।

বাড়তি সতর্কতা হিসেবে আপডেট প্রযুক্তি ব্যবহার করা এবং সন্দেহজনক কিছু চোখে পড়লেই বিজিডি ই-গভ সার্টকে জানানো।

এ সম্পর্কিত আরও খবর