আইফোন-১৫ সিরিজের লঞ্চ ইভেন্ট ১২ সেপ্টেম্বর, জানুন ১০ তথ্য

, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 21:55:52

বছরের সবথেকে বড় ইভেন্ট নিয়ে হাজির হচ্ছে অ্যাপেল। এক বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আইফোন ১৫ সিরিজ লঞ্চ করতে চলেছে টেক জায়ান্টটি। আড়ামী ১২ সেপ্টেম্বর আইফোন ১৫ সিরিজের পর্দা উন্মোচন করবে অ্যাপেল।

কয়েক মাস ধরে নতুন আইফোন লাইনআপের ফোনগুলোর একাধিক ফিচার্স ও স্পেসিফিকেশন সামনে এসেছে। ডায়নামিক আইল্যান্ড থেকে শুরু করে টাইপ-সি চার্জিং পোর্ট এই সব ফিচার থাকছে আইফোন-১৫ তে।

নতুন আইফোন সিরিজ লঞ্চের আগে ১০ পয়েন্টে জেনে নেওয়া যাক জরুরি কিছু তথ্য-

১. আইফোন ১৫-র লঞ্চ ইভেন্টটি আয়োজিত হতে চলেছে ১২ সেপ্টেম্বর, বাংলাদেশে সময় রাত ১১টায়। অ্যাপেলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ইভেন্টটি দেখতে পাওয়া যাবে।

২. আইফোন- এর পাশাপাশি সে দিন অ্যাপেল ওয়াচ সিরিজ-৯ লঞ্চ করা হতে পারে। শুধু তাই নয়, অ্যাপেল ওয়াচ আল্ট্রার একটি নতুন ভার্সনও লঞ্চ হতে পারে। এছাড়াও অ্যাপল একটি নতুন ডিভাইসের ঘোষণা করতে পারে, যাতে এমপি-৩ প্রসেসর থাকতে পারে।

৩. ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, আইফোন-১৫ এর প্রোডাকশন শুরু হবে ভারতের তামিলনাড়ুতে। সেখানে শ্রীপেরুমবুদুরে ফক্সকন টেকনোলজি গ্রুপের প্ল্যান্টে তৈরি করা হবে পরবর্তী আইফোন সিরিজ়ের মডেলগুলো।


৪. ভারতে আইফোনের-এর অন্য দুই সাপ্লায়ার পেগাট্রন গ্রুপ এবং উইস্ট্রন কোম্পানি, যাদের ফ্যাক্টরি অধিগ্রহণ করেছে টাটা গ্রুপ, তারাও খুব শীঘ্রই আইফোন-১৫ এর প্রোডাকশন শুরু করবে। যদিও নতুন ফোনগুলোর প্রোডাকশন স্কেল নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। রিপোর্ট থেকে জানা গেছে, স্কেল নির্ভর করছে ফোন তৈরির বিভিন্ন উপাদান কতটা পরিমাণে পাওয়া যাচ্ছে তার উপর। ফোনের উপাদানগুলো মূলত বাইরে থেকেই আসে।

৫. একাধিক লিক থেকে জানা গেছে, নতুন আইফোনগুলিতে বেশ কিছু বড়সড় পরিবর্তন করা হবে, যা এতদিন পর্যন্ত কোনও আইফোনেই দেখা যায়নি।

৬. এই সিরিজ়ের প্রত্যেকটি ফোনেই দেওয়া হচ্ছে ডায়নামিক আইল্যান্ড নচ ডিজাইন। প্রসঙ্গত, আপাতত এই ডিজাইন রয়েছে কেবল আইফোন ১৪ প্রো এবং আইফোন প্রো ম্যাক্সে।

৭. আইফোন ১৫ -এর লো-লাইট ক্যামেরা পারফরম্যান্সের উপরে জোর দেওয়া হচ্ছে। এই ফোনটি এবং এই সিরিজের প্লাস মডেলটিতে দেওয়া হতে পারে ৪৮এমপি ক্যামেরা।

৮. পারফরম্যান্সের দিক থেকে আইফোন চালিত হবে এ১৭ বায়োনিক চিপসেটে সাহায়ো্য। যা আইফোন-১৫ এর থেকে বেশ বড় আপগ্রেড পাচ্ছে।

৯. আইফোন ১৫ প্রো মডেলগুলো দামি। তবে প্লাস এবং স্ট্যান্ডার্ড মডেলগুলোর দাম কিছুটা কম হবে, আইফোন ১৪ সিরিজ়ের মতোই।

১০. এই প্রথম কোনও আইফোন সিরিজ লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি-সি চার্জিং পোর্ট পেতে চলেছে।

এ সম্পর্কিত আরও খবর