সুইসকন্টাক্ট-এর প্রকল্প-আস্থা-এর আওতায় বাংলাদেশে উন্নত স্বাস্থ্যসেবা এবং তথ্য সাধারন জনগণের কাছে পৌঁছে দিতে টেলিনর হেলথ ও সুইসকন্টাক্ট-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলো।
রোববার(২৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন টেলিনর হেলথ-এর মোহাম্মদ মোবায়দুর রহমান (হেড অব বিটুবি, পার্টনারশীপস এন্ড লয়্যালটি) এবং সুইসকন্টাক্ট-এর ফজলে রাজিক (টিম লিডার- আস্থা)।
চুক্তির ফলে যারা সহজে এতদিন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত ছিলেন তারাও উপকৃত হবে বলে জানান উদ্যোক্তারা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাশিয়া আলী, তাসমিয়া নাহরিন জাহাঙ্গীর, সিফাত ইবনে জামান, ডা. খালেদ হাসান, মোঃ তৌহিদুল আলম, অনির্বাণ ভৌমিক, তৌফিক হাসান, সাজিদ রহমান, অ্যান্ড্রিও স্মিথ , মোঃ রেজাউল করিম , মোহিতা নাথ ।