বাজার মাতাতে সনির সেন্সরে অপোর আর ১৭ প্রো

মোবাইল ফোন, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 23:22:48

ক্যামেরা ফোন মানেই অপো। সেই ধারাবাহিকতা বজায় রাখতে এবারও ভুল করেনি অপো। তাদের নতুন লঞ্চ হওয়া অপো আর ১৭ প্রো ফোনে এবার ইউনিক সেলিং পয়েন্ট ( ইউএসপি)-এর তালিকায় ঢুকে পড়েছে সনির সেন্সর। ফলে এবার ব্যবহারকারীরা পাবেন লো-লাইট পারফরমেন্সের সঙ্গে নাইট ফটোগ্রাফি।

যা যা থাকছে এই ফোনে-
অপো আর ১৭ প্রো (oppo R17 PRO) ফোনে থাকছে তিনটি রিয়ার ক্যামেরা। ১২ মেগাপিক্সেলের দু’টি ও অন্যটি ২০ মেগাপিক্সেল। অ্যাপারচার হিসেবে থাকছে- এফ১.৫ ও এফ২.৪ সেন্সর আর ২০ মেগাপিক্সেলের জন্য বরাদ্দ থাকছে ২.৬ অ্যাপারচার। ক্যমেরা ফিচারের মধ্যে রয়েছে পোর্ট্রেট মোড ও ডেপথ ইফেক্ট।

তৃতীয় ক্যামেরাটিতে তোলা ছবির মান অনেক বেশি আধুনিক হবে বলে দাবি অপোর। অপোর সেরা ট্যাগলাইন সেলফি এক্সপার্টের সম্মান বজায় রাখতে সামনের ক্যামেরায় কোনো কার্পণ্য করেনি কোম্পানিটি। তাই সামনের ক্যামেরায় থাকছে ২৫ মেগাপিক্সেলের ক্যামেরা। যার মধ্যে সেন্সর হিসাবে ব্যবহার করা হয়েছে সনি আইএমএক্স ৫৭৬ সেন্সর, যার অ্যাপারচার এফ ২.০ ।

স্মার্টফোন নির্মাতা কোম্পানিটি জানিয়েছে ক্যামেরায় রয়েছে রিয়েল টাইম এইচডিআর (real-time HDR) ।

আর সঙ্গে থাকছে ২৩টি ফটোগ্রাফি মোড। ফলে লাইট অনুযায়ী অ্যাপারচার ঠিক করে নিতে পারবে ফোনটি।

ভারী যেকোনো গেম খেলা সম্ভব এই ফোনে। ৮ জিবি র্যামের কারণে ফোন কল, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, মাল্টিটাস্কিংসহ সবধরনের কাজ করা যাবে আরামে।

এ সম্পর্কিত আরও খবর