বৃহস্পতিবার রাত থেকে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ

মোবাইল ফোন, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 14:23:27

একাদশ নির্বাচনকে সামনে রেখে গুজব প্রতিরোধসহ সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করতে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর)  রাত সাড়ে ১০টার পর থেকে সকল মোবাইল অপারেটরদের ৩জি ও ৪জি সুবিধা বন্ধ করতে নির্দেশনা দিয়েছে বিটিআরসি। 

বৃহস্পতিবার এ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানায় বিটিআরসি সূত্র।

এর ফলে এখন থেকে সকল গ্রাহকরা মোবাইলে শুধুমাত্র ২জি সুবিধা উপভোগ করতে পারবেন।

তবে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রাহকরা ধীর গতির ইন্টারনেটের অভিযোগ তুলতে শুরু করেছেন।

মোবাইল অপারেটর কোম্পানিগুলোর কর্মকর্তারা জানান, তারা বিটিআরসি থেকে  ৩জি এবং ৪জি বন্ধের নির্দেশনা পেয়েছে। পাওয়ার সঙ্গে সঙ্গে সাড়ে ১০টা থেকে তা কার্যকর করাও হয়েছে। 

বিটিআরসি সূত্র জানায়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

এদিকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সেক্রেটারি জেনারেল এমদাদুল হক বার্তা২৪.কমকে জানান, ব্রডব্যান্ড লাইন পুরো চলছে। ব্রডব্যান্ডের বিষয়ে বিটিআরসি থেকে কোনো নির্দেশনা আসেনি। 

 

 

এ সম্পর্কিত আরও খবর