আবার চালু থ্রি-জি ও ফোর-জি সেবা

বিবিধ, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 13:09:01

প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের (থ্রি-জি ও ফোর-জি) মোবাইল সেবা।

শুক্রবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে সকাল ৮টা থেকে মোবাইল অপারেটরগুলো আবার এই সেবা চালু করে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর)    রাত সাড়ে ১০টা থেকে দেশজুড়ে উচ্চগতির ইন্টারনেটসেবা বন্ধ করে দেয়া হয় । সব মোবাইল ফোন অপারেটরকে এ নির্দেশনা দেয় বিটিআরসি। তবে টু-জি ইন্টারনেট সেবা চালু ছিল।

কেন আবার খুলে দেয়া হলো বা এ বিষয়টি পরীক্ষামূলক ছিলো কিনা এমন প্রশ্নের  জবাব দেয়নি বিটিআরসির সংশ্লিষ্টকর্তারা। তবে ধীর গতির ইন্টারনেট ব্যবহার করে      বার্তা পাঠানো ও গ্রহণ করা গেলেও ছবি ও ভিডিও পাঠানো সম্ভব হচ্ছিল না। ফলে  সামাজিক যোগযোগমাধ্যমগুলো ব্যবহার করাও কষ্টকর হয়ে যায় গ্রাহকদের জন্য।

এ সম্পর্কিত আরও খবর